অর্থমন্ত্রীর নতুন রেকর্ড

|

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট পেশ করার মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা দশমবারের মতো তিনি সংসদে বাজেট পেশ করলেন। এর আগে এরশাদ সরকারের সময় দু’বার বাজেট পেশ করায় আবুল মাল আবদুল মুহিতের মোট উত্থাপিত বাজেটের সংখ্যা ১২। ফলে, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের তিন মেয়াদে সর্বোচ্চ ১২ বার বাজেট পেশের রেকর্ড স্পর্শ করলেন।

৮৪ বছরের এই প্রবীণ রাজনীতিবিদ সরকারের মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে এটিই হবে তাঁর শেষ বাজেট। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫১ মিনিটে জাতীয় সংসদে ২০১৮-১৮ অর্থ বছরের বাজেট পেশ শুরু করেন আবদুল মুহিত। বাজেট বক্তৃতায় ১২ বার বাজেট পেশ করার সুযোগ পাওয়ার জন্য তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এছাড়া কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সময় আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরের বাজেট পেশ করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হলে বাজেট পেশ করতে শুরু করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য আবদুল মুহিত। এর পর আজকের বাজেটসহ টানা ১২ বার বাজেট পেশ করেন তিনি। অর্থবছরগুলো হল- ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply