হোটেল রুম থেকে তাইওয়ানের ক্ষেপণাস্ত্র বিষয়ক শীর্ষ কর্মকর্তার মরদেহ উদ্ধার

|

তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের উপ-প্রধান ওউ ইয়াং লি-শিং। (ইন্টারনেট থেকে নেয়া ছবি)

তাইওয়ানের একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের উপ-প্রধানের মরদেহ।

স্থানীয় সময় শনিবার (৬ আগস্ট) সকালে পিংতুং শহরের একটি হোটেলরুম থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। ওউ ইয়াং লি-শিং নামের ওই কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের কর্নধার ছিলেন। চলতি বছর তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর ঘোষণা দেন তিনি।

জানা গেছে, দাফতরিক কাজেই ওই শহরটিতে সফর করছিলেন লিশিং। তবে কীভাবে তার মৃত্যু হলো এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত, চীনের সাথে তাইওয়ানের সামরিক উত্তেজনা চলছে। এর মধ্যেই দেশটির শীর্ষ সামরিক গবেষণা কর্মকর্তার মৃত্যু নিয়ে দেখা উঠেছে নানা প্রশ্ন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply