এবার চীনের বিরুদ্ধে তাইওয়ান ভূখণ্ডে সামরিক মহড়া চালানোর অভিযোগ তুলেছে তাইপে। শনিবার (৬ আগস্ট) দেয়া এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে তাইপে প্রশাসন। খবর আলজাজিরার।
বিবৃতিতে তাইপে জানায়, শনিবার সমুদ্রসীমা পার হয়ে তাইওয়ান প্রণালিতে প্রবেশ করে চীনের সামরিক বাহিনী। একাধিক যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানও অনুপ্রবেশ করে দেশটির সীমান্তের ভেতর। এরপর তাইওয়ানের ভূখণ্ডেই চালায় যুদ্ধের মহড়া। এর পাল্টা জবাবে যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান। ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ছুটে যায় ঘটনাস্থলে।
এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো তাইওয়ানকে ঘিরে মহড়া অব্যাহত রেখেছে চীন। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে এই মহড়া শুরু করে চীন।
/এসএইচ
Leave a reply