অনতিবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও।
শনিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক বলেন জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫০ শতাংশ বাড়ানোর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়ছে। এর ফলে চালসহ নিত্যপণ্যের দাম ও গণপরিবহনের ভাড়া কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারে না। আইএমএফ’র প্রেসক্রিপশনেই এমন মূল্যবৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করে তিনি বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য অব্যাহত রাখার দাবি জানান।
ওয়ার্কার্স পার্টির সমাবেশে অনলাইনে বক্তব্য দেন সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে জনজীবনে ভোগান্তির মাত্রা বাড়বে। দুর্ভোগ মাত্রা ছাড়িয়ে গেলে মানুষের আন্দোলন করা ছাড়া পথ থাকবে না।
আরও পড়ুন: বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: নসরুল হামিদ
/এম ই
Leave a reply