বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য ধরে রাখতেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। বাজারে সহনীয় মাত্রা ধরে রাখতে চেষ্টা করা হচ্ছে। আর সেজন্য ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আইএমএফের সাথে তেলের দাম বাড়ার কোনো সম্পর্ক নাই। দাম বাড়িয়েছে বিপিসি
ইউরোপের উন্নত দেশগুলোতেও বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, সাশ্রয়ী হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। দুই বছরের মধ্যে ঢাকায় ময়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এক মাসের মধ্যে লোড শেডিং কমে আসবে। কৃষিক্ষেত্রে ডিজেলে ভর্তুকি দেবে সরকার। সুতরাং কৃষি নিয়ে বাড়তি ভাবনার কিছু নেই। পরিবহনের ভাড়া যেনো অস্বাভাবিকভাবে না বাড়ে, সেদিকে নজর রাখা হচ্ছে। যেসব পাম্পের বিরুদ্ধে গতরাতে তেল না দেয়ার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
/এনএএস
Leave a reply