ভুট্টা নিয়ে ইউক্রেন ছেড়েছে আরও তিনটি জাহাজ

|

ইউক্রেন থেকে ছেড়ে গেছে শস্যবাহী আরও তিনটি জাহাজ। শনিবার (৬ আগস্ট) ওডেসা এবং চোরনোমস্ক বন্দর থেকে ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে জাহাজ তিনটি ছেড়ে যায়।

প্রাথমিকভাবে তিনটি জাহাজ পৌঁছাবে ইস্তাম্বুলে। সেখানে যাচাই বাছাইয়ের পর মূল গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে জাহাজগুলো। তুর্কি কর্তৃপক্ষের নেতৃত্বে জাতিসংঘের ত্বত্ত্বাবধায়নে জাহাজগুলো যাচাই বাছাই করা হবে। এর মধ্যে ৩৩ হাজার টন শস্য নিয়ে একটি জাহাজ যাবে আয়ারল্যান্ড।

গত সপ্তাহে প্রথমবারের মতো ইউক্রেনের শস্যবাহী জাহাজ বন্দর ছাড়ে। রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের মধ্যে চুক্তি হওয়ার পর নিরাপদ করিডোরের মধ্যে দিয়ে শস্যবাহী জাহাজ চলাচলের সুযোগ পায় দেশটি।

/এডব্লিবুি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply