ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার জন্য ইসরায়েলকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
শুক্রবার (৬ আগস্ট) ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে শিশুসহ ১১ জন নিহত হন; আহত হন অনেকে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েলকে তার সাম্প্রতিক অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। বর্তমানে ইরান সফররত ফিলিস্তিনের ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল নাখালার সঙ্গে সাক্ষাতের কথাও জানিয়েছেন তিনি।
/এমএন
Leave a reply