Site icon Jamuna Television

আরব আমিরাত থেকে মালামাল পাঠাতে ভোগান্তিতে পড়েন বাংলাদেশিরা

অন্যান্য দেশের প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশে নিশ্চিন্তে কার্গোর মাধ্যমে মালামাল প্রেরণ করতে পারলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশিদের।

সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এবং পরিবহন খরচ বেশি হওয়ায় এ ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। এ অভিযোগ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নীতিমালা প্রণয়নের আহ্বান তাদের। সংগঠনটির উদ্যোগে আবুধাবির মোসাফফাহ এলাকায় মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে অংশ নেন নানা শ্রেণি পেশার প্রবাসীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলম তৌহিদ এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বিমানের কান্ট্রি ম্যানাজার আব্দুল্লাহ আল হোসাইন, শওকত আকবরসহ অনেকে।

/এডব্লিউ

Exit mobile version