জয় দিয়ে মৌসুম শুরু করলো চেলসি

|

ছবি: সংগৃহীত

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) এর নতুন মৌসুম শুরু করেছে চেলসি। এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে থমাস টুখেলের দল।

চেলসির জার্সিতে অভিষেকেই গোল পেতে পারতেন রাহিম স্টারলিং। এভারটনের জালে বল জড়ালেও অফসাইডে বাতিল হয় সেই গোল। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ডি বক্সে ফাউল করে এভারটন। সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে চেলসির জয়সূচক গোলটি করেন ইতালিয়ান তারকা জর্জিনিয়ো।

ইংশিল প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহ্যাম। তবে সাউদাম্পটনের বিপক্ষে ১২ মিনিটে প্রথম গোল খেয়েছিলো টটেনহ্যাম। জেমস ওয়ার্ড-প্রউসের গোলে প্রথম লিগ নেয় সাউদাম্পটন। ২১ মিনিটে রায়ান সেসেগনন এর গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ৩১ মিনিটে এরিক ডায়ার স্কোরশিটে নাম তুললে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্পার্সরা। ৬১ মিনিটে মোহাম্মদ সালিসুর আত্মঘাতী গোলে তৃতীয় আর দুই মিনিট পর দেজান কুলুসেভস্কির নিখুত ফিনিশিংয়ে ৪-১ গোলের বড় জয় পায় কন্তের দল।

আরও পড়ুন: মেসি-নেইমারের দারুণ রসায়নে প্রতিপক্ষের জালে ৫ গোল পিএসজির

এদিকে, জার্মান বুন্দেসলিগায় ১-০ গোলে জয় দিয়ে মৌসুম শুরু করলো বরুশিয়া ডর্টমুন্ড। এর আগের দিন ফ্র্যাঙ্কফুটকে ৬-১ গোলে বিধ্বস্ত করে মৌসুম শুরু করেছে ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply