লালমনিরহাট প্রতিনিধি:
পরপর কয়েক দফা বন্যার পর তিস্তা নদীর পানি এখন কমছে। এতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্রোতের কারণে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নে প্রকট রূপ ধারণ করেছে নদী ভাঙন। বাড়িঘর, দোকানপাট, গাছপালা ও ফসলী জমিসহ সবকিছুই নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষদের।
তীব্র ভাঙনের মুখে গত চারদিনে দুই ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, দোকানপাট, কাঁচা-পাকা স্থাপনা এবং অন্তত ৫০০ একর আবাদী জমি ফসলসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ ফেলেও রক্ষা হচ্ছে না। ভাঙন থেকে রক্ষা পেতে নদী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে শতশত বসতবাড়ি।
ভাঙনের কারণে হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মাদরাসা ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার সময় কাজ করেন বলেই জিও ব্যাগ কোনো কাজে আসছে না। এসব অসহায় মানুষের দাবি, নদী খনন করে বাঁধ নির্মাণ করা হোক। এতে ভোগান্তির একটি স্থায়ী সমাধান মিলবে।
এসজেড/
Leave a reply