নজিরবিহীন যানজটের কবলে ফ্রান্স

|

নজিরবিহীন যানজটের কবলে ইউরোপের দেশ ফ্রান্স। শনিবার (৬ আগস্ট) তীব্র যানজটের কবলে স্থবির হয়ে পড়েছে দেশটির হাজার কিলোমিটার সড়ক। খবর রয়টার্সের।

গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যাওয়া মানুষের ভিড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিল যানজটের প্রকোপ। সাধারণত বেশিরভাগ পর্যটক এলাকাগুলোই যানজটের কবলে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে কাটাতে হয় যাত্রীদের। দেশটির ট্রাফিক তথ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, রোববার বেশ কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও ভূমধ্যসাগরীয়, আল্পসসহ পর্যটন অঞ্চলগুলোতে থাকবে যানজট। দেশজুড়ে এ যানযট ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। সাধারণত আগস্টের শুরুর দিকে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যাওয়া মানুষের ভিড়ে প্রতি বছরই যানজট দেখা দেয় ফ্রান্সে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply