রাজশাহীর বোয়ালিয়া পূর্ব থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালুর বাড়ির সামনে গুলি ছোড়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
শনিবার (৬ আগস্ট) মধ্যরাতে নগরীর মিয়াপাড়ায়, রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দু’জন ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে আতিকুর রহমানের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। একপর্যায়ে বাড়ির ভেতরেও প্রবেশ করতে দেখা যায় তাদের। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন: ফেসবুকে পিস্তলের ছবি আপলোড দিয়ে আটক কলেজছাত্র
আওয়ামী লীগ নেতার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে গিয়েছিলো সন্ত্রাসীরা। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়ে তারা। ভোররাতে অভিযান চালিয়ে দু’টি সর্টগান, একটি পিস্তল, তিনটি ম্যগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে বোয়ালিয়া পুলিশ। এ সময় দুর্বৃত্তদের বহনকারী কালো রংয়ের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
জেডআই/
Leave a reply