‘মানুষের কষ্ট হবে সন্দেহ নেই, কোনো কোনো কষ্ট সুফল বয়ে আনবে’

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট হবে, সন্দেহ নেই। তবে কোনো কোনো কষ্ট সামনের দিনে সুফল বয়ে আনবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকলকে সতর্ক থাকতে হবে।

রোববার (৭ আগস্ট) দুপুরে এফবিসিসিআই আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. অতিউর রহমান।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ডিসেম্বর নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ভালো অবস্থানে চলে আসবে। বক্তারা বলেন, যুদ্ধবিধস্ত দেশের অর্থনীতির ভিত শক্ত করেছিলেন বঙ্গবন্ধু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তা স্পষ্ট হয়ে উঠে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply