নতুন যে ফিচার আনতে যাচ্ছে ইউটিউব

|

নতুন একটি পরীক্ষা চালাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। এই পরীক্ষায় ইউটিউব মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা ভিডিও চলাকালীন সময় তা জুম করতে পারবেন। তবে এ ফিচারটি আপাততো প্রিমিয়াম গ্রাহকেরাই পাবেন বলে জানা গেছে। খবর নাইন টু ফাইভ গুগলের।

সূত্র জানায়, নতুন এই পিনচ জুমিং ফিচারটি পোট্রেট এবং ল্যান্ডস্কেপ মোড, দুই ভাবেই ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাটি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই এক মাস সময়ে তারা ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানবে।

বিভিন্ন অ্যাকসিসিবিলিটি ফাংশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএসে ইউটিউবের ভিডিওকে জুম করার ফাংশন আগে থেকেই আছে। আবার ডেস্কটপ ব্রাউজারে এটি খুবই সহজ কাজ। তবে অপশনাল ফিচার হিসেবে মোবাইলের ফিচারে এটি থাকলে আরও সুবিধাজনক হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply