খাদ্যশস্য বোঝাই আরও ৪টি জাহাজ ছাড়লো কৃষ্ণ সাগর তীরবর্তী ইউক্রেনের বন্দর। রোববার (৭ আগস্ট) তথ্যটি নিশ্চিত করে তুরস্ক ও কিয়েভ প্রশাসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তুর্কি কর্তৃপক্ষ জানায়, জাহাজগুলোতে এক লাখ ৭০ হাজার টন ভুট্টা এবং অন্যান্য খাদ্যশস্য রয়েছে। যাত্রাপথে ইস্তাম্বুলে বিরতি নেবে জাহাজগুলো। সেসময় যৌথ সমন্বয়ক সেন্টার, জেসিসি খতিয়ে দেখবে পণ্য ও জাহাজগুলো।
শস্যের আড়ালে অস্ত্র সরবরাহ করা হচ্ছে কিনা, সেটাই মূল পর্যবেক্ষণ। তারপরই মিলবে গন্তব্যে যাওয়ার ছাড়পত্র। শনিবারও ইউক্রেন থেকে ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে ছেড়ে গেছে শস্যবাহী আরও তিনটি জাহাজ।
গেলো মাসেই জাতিসংঘের উদ্যোগ এবং তুরস্কের মধ্যস্থতায় শস্য পরিবহনের ব্যাপারে সমঝোতা চুক্তিতে সই করে রাশিয়া ও ইউক্রেন।
গত সপ্তাহে প্রথমবারের মতো ইউক্রেনের শস্যবাহী জাহাজ বন্দর ছাড়ে। রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের মধ্যে চুক্তি হওয়ার পর নিরাপদ করিডোরের মধ্যে দিয়ে শস্যবাহী জাহাজ চলাচলের সুযোগ পায় দেশটি।
/এডব্লিউ
Leave a reply