চীন সীমান্তে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও ভারত

|

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। এ মহড়া চীন ও ভারতের বিরোধপূর্ণ সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে অনুষ্ঠিত হবে। যা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর সিএনএন’র।

যদিও এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে হবে এ মহড়া। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উপরে এবং হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি।

প্রসঙ্গত, আউলি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এলাকাটির মালিকানা দাবি করে আসছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply