সাতক্ষীরায় হাঁসের বাচ্চা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় বিকাশ সানা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৭ আগষ্ট) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত বিকাশ সানা (৬০) উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামের বাসিন্দা।

খেশরা ইউনিয়নের স্থানীয় সাবেক ইউপি সদস্য নিমাই সানা জানান, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে বিকাশ সানা ও প্রতিবেশী মৃত. লক্ষীকান্ত মণ্ডলের ছেলে রবীন্দ্রনাথ মণ্ডলের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রবীন্দ্রনাথ মণ্ডল কোদাল দিয়ে বিকাশ সানার ঘাড়ে কোপ দেয়। এতে মারাত্মক আহত বিকাশ সানাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শনিবার (৬ আগষ্ট) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঘটনার বিষয়ে তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, হাসের বাচ্চা নিয়ে মূলত ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বিকাশ সানার ওপর হামলা চালায় রবীন্দ্রনাথ মন্ডল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply