রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি, দুইজন গ্রেফতার

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রাইম ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন এবং তার ব্যক্তিগত সহকারী সজল আলী।

পুলিশ জানায়, শনিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর মুন্সিডাঙ্গা এলাকার আতিকুর রহমান কালুর বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর উপশহরের একটি বাসা থেকে একটি শটগান, একটি পিস্তল, তিনটি ম্যগজিন ও শতাধিক রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করে। এসময় কালো রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে মামলা দায়েরের পর পুলিশ মুরাদ ও সজলকে গ্রেফতার দেখায়।

এ ঘটনায় আতিকুর রহমান কালু হত্যাচেষ্টার একটি মামলা করেছেন এবং বোয়ালিয়া মডেল থানা পুলিশ অস্ত্র আইনে একটি মামলা করেছে। কালুর বাড়িতে কেন এই হামলার ঘটনা ঘটলো, তা উদঘাটনের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply