টানা পাঁচ ওয়ানডে সিরিজ জেতার পর হারের স্বাদ টাইগারদের

|

ছবি: সংগৃহীত

পর পর পাঁচটি ওয়ানডে সিরিজ জেতার পর সিরিজ হারের স্বাদ পেল টাইগাররা। সবশেষ উইন্ডিজ সফরে ৩-০ তে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের যে রেসে ছিল টাইগাররা, আজ ৫ উইকেটের হারে বাংলাদেশের সেই রেস টেনে ধরতে সক্ষম হলো জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আর অধিনায়ক রেজিস চাকাভার সেঞ্চুরিময় ইনিংসের সুবাদে ১৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরই এই ফরম্যাটে আমূল বদলে যায় টাইগাররা। বিশ্বকাপের আগে একটি, বিশ্বকাপের পর টানা পাঁচটি সিরিজ জিতেছিল মাশরাফীর বাংলাদেশ। হারিয়েছিল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে। এরপর থেকেই ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করতে থাকে অন্য দেশগুলো। ২০২১ সালের পরে ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দলগুলোকে হেসেখেলে হারিয়েছে টাইগাররা। সর্বশেষ উইন্ডিজের মাটি থেকে ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে দেশে ফেরে তামিম ইকবালের দল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply