তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ নয় এটি চীনা ভূখণ্ড। এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার (৭ আগস্ট) বাংলাদেশ সফরকালে তিনি এ মন্তব্য করেন। খবর এএফপির।
সফরকালে ওয়ান বলেন, তাইওয়ানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে এবং এ বিষয়ে চীনের নেয়া পদক্ষেপগুলো ন্যায়সঙ্গত ও উপযুক্ত। তিনি আরও বলেন, পদক্ষেপগুলো দেশের পবিত্র সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এ নিয়ে চলছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য।
এটিএম/
Leave a reply