‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

|

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, গণসংগতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ ৭টি রাজনৈতিক দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’ নামের জোট।

সোমবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের আত্মপ্রকাশের ঘোষণা আসে। তাতে জোটটির নেতারা বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রামের লক্ষ্যেই এই নতুন জোট। আগামী ১১ আগস্ট সকাল ১১টায় ঢাকায় প্রথম সরকারবিরোধী আন্দোলন করবে নব গঠিত এ জোট।

জোটটিতে রয়েছে ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-ও। কয়েক মাস আগে এসব দলের নেতারা নতুন জোট গঠনের ব্যাপারে সম্মত হয়েছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply