প্রথমবারের মতো হোয়াইট হাউজে ট্রাম্পের ইফতার

|

President Donald Trump speaks at an iftar dinner, which breaks a daylong fast, celebrating Islam's holy month of Ramadan, in the State Dining Room of the White House Wednesday, June 6, 2018, in Washington. (AP Photo/Andrew Harnik)

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো, মুসলিম ধর্মাবলম্বীদের সম্মানে হোয়াইট হাউজে ইফতার ও নৈশভোজে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার, জমকালো এ আয়োজনে উপস্থিত প্রায় ৪০ জন আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন পার্লামেন্ট সদস্য এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেকে। প্রতি বছর পবিত্র রমজান মাসে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে হোয়াইট হাউজে এমন আয়োজন নিয়মিত হলেও গেল বছর এ আয়োজনে অংশ নেননি ট্রাম্প। ফলে মুসলিমবিদ্বেষী মনোভাবের জন্য পরিচিত প্রেসিডেন্টের এবারের ইফতার আয়োজন জন্ম দিয়েছে বিস্ময়ের।

প্রতিবাদে বুধবারই হোয়াইট হাউজের বাইরে ‘নট ট্রাম্প’স ইফতার’ শীর্ষক পৃথক ইফতার কর্মসূচির আয়োজন করে বেশ কিছু মুসলিম অধিকার সংগঠন। তারা অভিযোগ করে ট্রাম্পের বিদ্বেষমূলক কথাবার্তায় দেশটিতে মুসলিমদের প্রতি বৈষম্য বেড়ে চলেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply