৬৬টি স্বর্ণ নিয়ে কমনওয়েলথ গেমসের শ্রেষ্ঠত্ব প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়ার

|

ছবি: সংগৃহীত

দশম দিন শেষে কমনওয়েলেথ গেমসের এবারের আসরের শ্রেষ্ঠত্ব অনেকটাই নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। বার্মিংহ্যামে এরই মধ্যে ৬৬টি স্বর্ণ, ৫৫টি রৌপ্য আর ৫৩টি ব্রোঞ্জসহ মোট ১৭৪টি পদক জিতেছে তারা।

দুই থাকা স্বাগতিক ইংল্যান্ড জিতেছে ৫৫টি স্বর্ণ, ৫৯টি রৌপ্য আর ৫২টি ব্রোঞ্জ। কানাডা জিতেছে ২৬টি স্বর্ণ, ৩১টি রৌপ্য আর ৩৪টি ব্রোঞ্জ। ১৯ স্বর্ণ নিয়ে তালিকার ৪র্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে ১৮টি স্বর্ণ, ১৫টি রৌপ্য আর ২২টি ব্রোঞ্জ জিতে এবারের আসরের ৫ম স্থানে উঠে এসে চমক দেখিয়েছে ভারত।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো অস্ট্রেলিয়ার মেয়েরা

১২টি করে স্বর্ণ জিতে এরপরের অবস্থানে রয়েছে স্কটল্যান্ড ও নাইজেরিয়া। ৮ স্বর্ণ জেতা ওয়েলস রয়েছে ৮ম অবস্থানে। তালিকার ৯ম ও ১০ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নর্দান আয়ারল্যান্ড জিতেছেন ৭টি করে স্বর্ণ।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসের ক্যাম্প থেকে পালিয়েছে শ্রীলঙ্কার ১০ অ্যাথলেট ও কর্মকর্তা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply