নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী নিহত ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

সোমবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছাতুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকী জানান, সোমবার সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল। এসময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান নুর এ আলম সিদ্দিকী। ঘটনার পর থেকে কালাম হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply