সাকিব আবারও মাইল ফলক স্পর্শ করলেন। এবার রেকর্ড গড়ে আফ্রিদি-ক্যালিসের পাশে সাকিব। তিন ফরম্যাট মিলিয়ে ৫০০ উইকেট আর সঙ্গে ১০ হাজার রানের তালিকায় নাম উঠলো সাকিবের।
৩০১ ম্যাচে এতদিন সাকিবের ছিল ৪৯৯ উইকেট। আছে ১০ হাজার ৯২ রান। ৩০২ ম্যাচে এসে নিজের তৃতীয় ওভারের প্রথম বলে নাজিবুল্লাহ জার্দানকে আউট করে তিন ফরম্যাট মিলে ৫০০ উইকেট পূর্ণ হলো বিশ্ব সেরা এই অলরাউন্ডারের।
এর মাধ্যমে ৩১ বছরের এই বাঁহাতি অলরাউন্ডার নাম লেখালো দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস আর পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির পাশে। ৫০০ উইকেট আর ১০ হাজার রানের মালিকদের তালিকায় আছেন আফ্রিদি-ক্যালিস।
তবে তারা এমন রেকর্ড করেছেন সাকিবের থেকে বেশি ম্যাচ খেলে। ক্যালিস খেলেছেন ৪২০ ম্যাচ আর আফ্রিদি খেলেছেন ৪৭৭ ম্যাচ। আর সাকিব ৩০২ ম্যাচ খেলে করেছেন ১০ হাজার ৯২ রান, উইকেট নিয়েছেন ৫০০টি।
Leave a reply