মুখোমুখী অক্ষয়-আমির

|

১১ আগস্ট মুক্তি পাচ্ছে আইর খানের 'লাল সিং চাড্ডা' এবং অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'।

বলিউডের বর্তমানে বক্স অফিসের অবস্থা বেশ করুণ। দক্ষিণের সঙ্গে কড়া টক্করে অনেকটাই যেনো কুপোকাত হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও তা মানতে নারাজ বলিউডের নির্মাতারা। এদিকে খোদ বলিউডেই বেশ বড়সড় টক্কর হতে যাচ্ছে আগামী ১১ আগস্ট।

একই দিনে মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’। দীর্ঘ বিরতি ভেঙ্গে পর্দায় ফিরতে চলেছেন আমির। একদিকে যেমন একাধিক ব্লকবাস্টার সিনেমা বক্সঅফিসে উপহার দিয়েছেন তিনি, অক্ষয় কুমারও পাল্লা দিয়ে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছেন। তবে সাম্প্রতিক বক্স অফিস কালেকশনে চোখ রাখলে একটা বিষয় স্পষ্ট যে এই দুই তারকার শেষ মুক্তি পাওয়া সিনেমাই ভয়াবহ ফ্লপ। আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’, অন্যদিকে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’।

তবে এবারই প্রথম না, এর আগেও এ দুই তারকা মুখোমুখী হয়েছিলেন বক্স অফিসে। অক্ষয়-আমিরের মধ্যে বক্সঅফিসে প্রথম সংঘর্ষ হয়েছিল ১৯৯৪ সালে। একই সময়ে অক্ষয়ের সিনেমা ‘সুহাগ’ এবং আমির খানের ‘আন্দাজ আপনা আপনা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। যদিও সে সময় অক্ষয়কে টপকে গিয়েছিলেন আমির।

৯০এর দশকে আমির-অক্ষয় দুজনেই অল্প সময়ের ব্যবধানে বলিউডে আত্মপ্রকাশ করেন। ১৯৯৫ সালে আমিরের ‘বাজি’ ও অক্ষয়ের ‘ময়দান-ই-জং’ এই দুই সিনেমা আবারও প্রেক্ষাগৃহে একই সময়ে মুক্তি পায়। যেখানে এই দুই সিনেমার মধ্যে দারুণ সংঘর্ষ দেখা গিয়েছিল। তবে সেবার আমিরকে টপকে গিয়েছিলেন অক্ষয়।

২০১১ সালে তৃতীয়বার তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। একদিকে অক্ষয়ের ‘ওয়েলকাম’, অন্যদিকে একই সময় আমির খানের ‘তারে জমিন পার’ মুক্তি পায়। সে সময় আমির খানের সিনেমা সুধী দর্শকরা পছন্দ করলেও বক্স অফিসে জয় হয়েছিল অক্ষয় কুমারের।

১১ বছর পর আগামী ১১ই আগস্ট এবার চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন এ দুই সুপারস্টার। ইতোমধ্যেই দুই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ‘লাল সিং চাড্ডা’র ৭৪ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কিছুটা পিছিয়ে অক্ষয়ের সিনেমা। টিকেট বিক্রি থেকে রক্ষা বন্ধনের আয় এ পর্যন্ত ৬৭ লাখ রুপি।

আমির খানের সিনেমা মাল্টিপ্লেক্সে বেশি চলে। অন্যদিকে অক্ষয়ের সিনেমা বেশি চলে সিঙ্গেল স্ক্রিনে। তাই অক্ষয়ের সঠিক সংখ্যাটা পাওয়া যাবে প্রথম দিন টিকিট বিক্রির পর। লাল সিং চাড্ডার ক্ষেত্রেও তাই। তবে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে বেশকিছুটা এগিয়ে আছেন আমির।

এখন সময় বলে দিবে কে কার থেকে এগিয়ে আছেন। সেই সাথে বোঝা যাবে বলিউডের কপাল থেকে এই ফ্লপ তকমা কি সরাতে পারবে এই দুই সুপারস্টারের সিনেমা!

/এসএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply