ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের হানা

|

গোপন নথিপত্রের সন্ধানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে এফবিআই। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। খবর এপি’র।

গতকাল সোমবার (৮ আগস্ট) পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল ‘মার-আ-লাগো’ রিসোর্টে হানা দেন এফবিআইয়ের গোয়েন্দারা। গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানানো হয় দেশটির ন্যাশনাল আর্কাইভের তরফ থেকে। এ কারণে এফবিআইয়ের এমন পদক্ষেপ হতে পারে বলে মনে করছে মার্কিন গণমাধ্যম।

হঠাৎ বাড়িতে তল্লাশির ঘটনায় সমালোচনা করেন ট্রাম্প। বলেন, নিজেই তদন্তকারীদের সব ধরনের সহায়তায় প্রস্তুত ছিলেন। তাই না জানিয়ে বাড়িতে প্রবেশের দরকার ছিল না। অভিযোগ করেন, ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতেই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এসব মামলা। তল্লাশির সময় নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply