‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সিরিয়া ছাড়বে না রুশ সেনারা’

|

লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থান করবে রুশ সেনারা। তবে স্থায়ীভাবে সেখানে সেনাবাহিনী অবস্থান করবে না, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, মিত্রদেশ হিসেবে সিরিয়ার প্রতি দায়বদ্ধ রাশিয়া। সেকারণে আসাদ সরকারকে সহায়তা করতেই দেশটিতে অবস্থান করছে রুশ বাহিনী। এর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেও সেনা সদস্যরা কাজ করছে বলে মন্তব্য করেন পুতিন। সিরিয়ান যুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে রুশ সেনাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেন, যেকোনো মহড়ার চেয়ে সত্যিকারের যুদ্ধ সেনাদের দক্ষ করে তুলতে অনেক বেশি কার্যকর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply