গণপরিবহনে সরকারের বেধে দেয়া ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। সরকারের নির্দেশনার নূন্যতম কোনো কিছুই মানা হচ্ছে না বলেও জানান তারা।
এদিকে, গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও এখনও অনেক গাড়িতে ভাড়ার তালিকা নেই। সেসব গাড়িতে ভাড়া নিয়ে গণপরিবহনগুলোতে যাত্রী ও হেলপারদের মধ্যে হচ্ছে তর্ক-বির্তক।
যাত্রীরা জানান, সরকার ঘোষিত নির্ধারিত ভাড়া দিতে চাইলেও নেয়া হচ্ছে না। সবকিছুর দাম বৃদ্ধি পেলেও বেতন বৃদ্ধি না পাওয়ায় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় সবকিছু বিবেচনা করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনরায় বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান তাদের।
হেলপার ও চালকদের দাবি, পরিবহন মালিকদের নির্দেশনা মতো ভাড়া নেয়া হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়। তারপর থেকেই ভাড়া নিয়ে গণপরিবহনে চলছে নৈরাজ্য।
/এমএন
Leave a reply