কিউবার তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে

|

ছবি: সংগৃহীত

চার দিন প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে কিউবার তেলের ডিপোতে ছড়ানো আগুন। মঙ্গলবার এ ঘোষণা দেয় দেশটির ফায়ার সার্ভিস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ফায়ার সার্ভিস জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে মাতানজাস বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান জ্বালানি ডিপোটির ৪০ শতাংশ ধ্বংস হয়েছে। কোনো কোনো জায়গায় অল্প আগুন থাকায় সেগুলো নিভিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। তবে এ দুর্ঘটনায় কী পরিমাণ জ্বালানি ধ্বংস হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সাগরে কোনো তেল ছড়ায়নি বলেও দাবি তাদের।

এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ নিখোঁজ ১৫ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন। আগুন নেভার পরও কালো ধোঁয়ায় আচ্ছন্ন গোটা এলাকা। দূষণের কারণে মাতানজাসসহ রাজধানী হাভানার বাসিন্দাদেরও ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, গেল শুক্রবার মাতানজাস বন্দরে বজ্রপাত থেকে আগুন ধরে যায় একটি ট্যাংকারে। এক পর্যায়ে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে গোটা জ্বালানি ডিপোতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply