গ্রিসে অভিবাসী বোঝাই নৌকা ডুবি, নিখোঁজ ৫০

|

গ্রিসের এজিয়ান সাগরের কার্পাথোসে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ৫০ জন নিখোঁজ হয়েছে। বুধবার (১০ আগস্ট) একজন উপকূলরক্ষী কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, অভিবাসী বহনকারী নৌকাটিতে ৮০ জন ব্যক্তি ছিল। এর মধ্যে তারা ২৯ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৫০ অভিবাসী।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, অভিবাসী বহনকারী নৌকাটি মঙ্গলবার তুরস্ক থেকে ইতালির যাওয়ার উদ্দেশে রওয়না দিয়েছিল। নিখোঁজদের উদ্ধারে গ্রিক কোস্টগার্ড কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, উন্নত জীবন যাপনের আশায় প্রায়ই আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাওয়া অভিবাসীরা সমুদ্র পথে গ্রিসে যাওয়ার চেষ্টা করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply