রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন তানভির আহম্মেদ জয় (৩৫) নামের এক ব্যক্তি। বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের বিপরীতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী তানভির আহম্মেদ জয় রাজবাড়ীর পাংশা যশাই ইউপির চর দূর্লভদিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
ঘটনার অভিযোগ অস্বীকার করে কার্যালয়ের উপসহকারী পরিচালক প্রবীর বড়ূয়া বলেন, তার অফিস বা কম্পাউন্ডের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া কেউ কোনো অভিযোগও করেনি। যারা সেবা নিতে আসে, তাদেরকে সাধ্যমত সেবা দেয়ার চেষ্টা করি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, দুপুরে অফিসের মধ্যে অনেক ভিড় ছিল। সে সময় সিরিয়াল ভেঙে কাজ করতে গেলে এক সাংবাদিক ও অন্য এক ব্যক্তির সাথে বাকবিতন্ডা হয় একজনের। এক পর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি অফিসের গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলে বাধা দেয় দ্বায়িত্বে থাকা আনসার সদস্য। সে সময় আনসার সদস্য ভেতরে ঢোকার কারণ জানতে চাইলে বলে ভেতরে দরকার আছে। এরপর একজন ভেতরে ঢুকে তানভির আহম্মেদ জয়কে অফিসের বাইরে নিয়ে ৬-৭ জন মিলে মারধর করে। ওই সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল সেখানে ছিল এবং তিনি স্থানীয়দের থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুনরায় পাসপোর্ট অফিসে ফেরত পাঠায়।
ভুক্তভোগী তানভির আহম্মেদ জয় বলেন, তিনি ঢাকায় থাকেন। গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশার যশাইতে। পাসপোর্ট নবায়ন করতে এসে নির্যাতনের শিকার হয়েছেন। সকাল থেকে অন্য সবার মতো তিনিও সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুপুরের দিকে এক ব্যক্তি সিরিয়ালে না দাঁড়িয়ে কাউন্টারে কথা বলার চেষ্টা করে। সে সময় আরেক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে ভিডিও করছে আর ওই ব্যক্তিকে সাপোর্ট করছে। তখন অন্য এক ব্যক্তি মোবাইলে ভিডিও করা ব্যক্তিকে বলছে আপনি কে? তখন তিনি বলেছেন উনি সাংবাদিক। ওই সময় তিনি বলেন, সাংবাদিক তো এক ব্যক্তির জন্য কথা বলবে না, বলবে সবার জন্য। মূলত এটাই তার অপরাধ। পরে ওই সাংবাদিকের ইশারায় ডেকে গেটের বাইরে নিয়ে স্থানীয় ৫-৬ জন মিলে অনেক মারধর করেছে। ওই সময় এক ব্যক্তি তাকে উদ্ধার করে।
রাজবাড়ী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল বলেন, তার অসুস্থ বন্ধুর সাথে দেখা করতে আলাদীপুর পাসপোর্ট অফিসের বিপরীতে মার্কেটের ওখানে গিয়ে চা পান করছিলেন তিনি। হঠাৎ সে সময় দেখেন একটি ছেলেকে ধরে মারতে মারতে নিয়ে আসছে কয়েকজন। তখন তিনি তাদের থেকে ওই ছেলেকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের ভেতরে সিরিয়াল নিয়ে হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা হইছিল। কিন্তু ছোট একটি বিষয় নিয়ে এইভাবে কাউকে মারধর করা ঠিক না। ওরা হয়তো ওখানের দালাল হবে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, বিষয়টি শুনছেন। এবং বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
/এনএএস
Leave a reply