নো অবজেকশন সার্টিফিকেট পেলো ‘দামাল’, আবারও একসাথে আসছেন রাজ-মিম

|

সেন্সর বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট পেলো রায়হান রাফির 'দামাল'।

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে রায়হান রাফি পরিচালিত তারকাবহুল সিনেমা ‘দামাল’। গত ৮ আগস্ট তারকাবহুল এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা।

মুক্তিযুদ্ধ ও সে সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি।

জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে ‘দামাল’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মাধ্যমে পর্দায় আবারও একসাথে আসছেন শরীফুল রাজ-মিম জুটি। এছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈসহ অনেকেই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply