চীন-ইরানের মধ্যে মালবাহী ট্রেনের সরাসরি চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পশ্চিম এশিয়া রুটটি উন্মোচিত হলো। খবর চায়না সেন্ট্রাল টেলিভিশনের।
মঙ্গলবার জিনজিয়াং প্রদেশের হোগোর্স বন্দর থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। ৫০টি কন্টেইনারে রয়েছে ১২ লাখ ৩০ হাজার ইউরোর অটো-পার্টস। পথে কাজাখস্তানের আকতাও পোর্টে মালবাহী ট্রেনটি থামবে। গন্তব্যস্থল ইরানের আনজালি বন্দর।
মূলত খরচ কমাতেই এ আন্তঃসীমান্ত রুটটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সানজি ও আশপাশের এলাকাগুলোর সাথে বৈদেশিক বাণিজ্য বাড়বে। এশিয়ার পশ্চিমাঞ্চল ও মধ্যপ্রাচ্যের সাথে দূরত্বও কমবে।
নকশা অনুসারে, ইউরোপের ২৪টি দেশের ১৯০টি শহর অতিক্রম করবে এই ট্রেন। যার মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে স্থাপিত হবে কৌশলগত নেটওয়ার্ক। ২০১১ সালে নেয়া হয় এ উদ্যোগ।
ইউএইচ/
Leave a reply