শিল্পোন্নত দেশগুলোর জোট জি- সেভেন সম্মেলনে রাখা প্রস্তাবে সাড়া পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ এবং জোটে রাশিয়ার অন্তর্ভুক্তি চেয়েছিলেন তিনি।
সম্মেলন শুরুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়েছেন তিনি।
এদিকে জোটের কোন সদস্যই এ প্রস্তাবে সাড়া দেয়নি। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখলে নিলে সদস্যপদ বাতিল করা হয়।
শুক্রবারের বৈঠকে ট্রাম্প বলেন,রাজনৈতিক ভাবে ভুল সিদ্ধান্ত হলেও বৈশ্বিক স্বার্থে রাশিয়াকে জোটের ফের জোটের অংশ করা উচিত।
অবশ্য কানাডা, জার্মানিসহ বাকি দেশগুলো তাদের আপত্তির কথা সরাসরিই স্পষ্ট করে দিয়েছে। তারা সাফ জানিয়ে দেয়, ইউক্রেনের ব্যাপারে মস্কোর অবস্থান পরিবর্তন না হলে রাশিয়াকে জোটে না ফেরানোর ব্যাপারে ঐক্যবদ্ধ তারা।
এদিকে ইউরোপ ও কানাডাসহ বিশ্বজুড়ে অতিরিক্ত শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করার কারণেও তোপের মুখে পড়েন ট্রাম্প।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply