Site icon Jamuna Television

উত্তরায় এটিএম বুথে খুন, ঘাতক গ্রেফতার

রাজধানীর উত্তরায় এটিএম বুথের ভেতরে ঢুকে ছুরিকাঘাত করে মো. শরিফ উল্লাহ নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক আব্দুস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা। পরে আশপাশের লোকজন ওই ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় শরিফকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম-থানা পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে মরদেহের ডান পাশের কানের নিচে গলায় ধারালো অস্ত্রের বড় জখম ও বাঁ পাশের কানের নিচে দু’টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। ছিনতাই নাকি অন্য উদ্দেশ্যে হত্যা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

/এনএএস

Exit mobile version