‘লাল সিং চাড্ডা’ নিয়ে যেমন প্রতিক্রিয়া দর্শকের

|

দীর্ঘ দিন ধরে মুক্তির অপেক্ষায় ছিল বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি ঘিরে বয়কটের ডাক উঠেছিলো সোশ্যাল মিডিয়ায়। সব বিতর্কের পর অবশেষে সিনেমাটি মুক্তি পায় ১১ আগস্ট। তবে এ সিনেমা প্রথম দিনে ভারতের মাল্টিপ্লেক্সগুলোতে কত শতাংশ দর্শক টানতে সক্ষম হয়েছে? আর কেমনই বা ছিলো তাদের প্রতিক্রিয়া?

অদ্বৈত চন্দন পরিচালিত আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত মুক্তিপ্রাপ্ত সিনেমা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সুপারস্টার আমির খান। ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি সংস্করণে আমিরের সাথে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। মুক্তির আগে ব্যাপকভাবে সিনেমাটির প্রচারণাও চালিয়েছেন আমির খান। কিন্তু ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস কালেকশন থেকে জানা যায় মুক্তির পর সিনেমাটি প্রথম দিনে আশানুরূপ দর্শক টানতে পারেনি।

সিনেমাটির সকালের প্রদর্শনীতে মাত্র ১৫-২০% দর্শক সমাগম হতে দেখা গেছে। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ দিয়ে বক্স অফিসে যে রেকর্ড ব্রেকিং যাত্রা শুরু করেছিলেন, এরপর আমির খানের ক্যারিয়ারের অন্যতম খারাপ শুরু হিসেবে স্থান করে নিয়েছে সিনেমাটি।

বলিউডের সিনেমার বক্স অফিসে এ করুণ সূচনার ঘটনাটি মহামারির পরে আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দর্শকরা পর্যালোচনা এবং মুখের কথার ভিত্তিতে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যেতে পছন্দ করেন, তাই মহামারির পর বেশীরভাগ ক্ষেত্রেই সিনেমাগুলোর শুরুটা খুবই খারাপ হচ্ছে। তবে শহরকেন্দ্রিক মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি নিয়ে মোটামুটি আগ্রহ দেখা গেছে দর্শকদের মাঝে।

কিন্তু ছোট শহরের একক স্ক্রিনে সিনেমাটি দর্শকদের মাঝে কোনো আগ্রহ তৈরি করতে পারেনি। তবে যাই হোক, এতো কম দর্শক সমাগমের পরেও, ’লাল সিং চাড্ডা’র সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ব্যবসা বিবেচনায় বোঝা যাচ্ছে যে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিস ফলাফল দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। এদিকে, দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিনেমাটি নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষকরা।

বলিউড বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল এর মতে, সিনেমাটি হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের মতো ইমোশনটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেনি। আমির খানের অভিনয় দেখে তার কাছে মনে হয়েছে তিনি পর্দায় লাল সিংকে নয় ধুম থ্রি’র সামারকে দেখছেন।

এছাড়াও বানিজ্য বিশ্লেষক তারাণ আদর্শ সামাজিকমাধ্যমে জানান, সিনেমাটির মধ্যে কিছু একটা কম মনে হয়েছে তার কাছে। সিনেমাতে যে আগুন তিনি আশা করেছিলেন সেটি এই সিনেমাতে নেই।

আমির তার জাত চিনিয়েছেন আগেই। তার অভিনীত সিনেমা দাঙ্গাল এখন পর্যন্ত বক্স অফিসে হিট। তবে এবার কেনো এমন দশা? কিছুদিন আগে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে কম বিতর্ক হয়নি বলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় জুড়ে উঠে আমির সিনেমা বয়কটের ডাক। তবে কি এ কারণেই সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়েছে আমির নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ।

/এসএইচ

         


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply