করোনা শনাক্তের হার প্রায় ১৮ শতাংশ, মাস্ক বাধ্যতামূলক নয়া দিল্লিতে

|

ছবি: সংগৃহীত।

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করায় ফের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করেছে নয়াদিল্লির সরকার। বৃহস্পতিবার (১১ আগস্ট) নতুন এ নির্দেশনা জারি করে প্রশাসন। নতুন এ ঘোষণা অনুযায়ী, বাড়ির বাইরে যেকোনো স্থানে গেলেই মাস্ক পরতে হবে। সেই সাথে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। নিয়ম ভঙ্গ করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লির সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।

গত বুধবার (১০ আগস্ট) করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে মারা গেছেন ৮ জন। এই সংখ্যা গত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ। একই সাথে নয়া দিল্লিতে এ দিন করোনা শনাক্ত হয় ২ হাজার ১৪৬ জনের শরীরে। এর ফলে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১৭.৮৩ শতাংশ বা প্রায় ১৮ শতাংশে।

এর আগে করোনা সংক্রমণ কম হওয়ায় গত এপ্রিলে মাস্ক পরার বাধ্যবাধকতা বাতিল করা হয় ভারতে। তবে আবারও সংক্রমণ বাড়তে শুরু করায় মাস্ক ও শারীরিক দূরত্বের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে নয়া দিল্লিতে। বিবৃতিতে বলা হয়েছে, মানুষ এখন স্বাস্থ্যবিধি মানার ব্যপারে অনাগ্রহী হয়ে পড়ছে। তাই করোনার সংক্রমণ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। করোনাকে থামাতে ফের স্বাস্থ্যবিধি মানার ব্যপারে শক্ত অবস্থানে যেতে হচ্ছে দিল্লি প্রশাসনকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply