রাজধানীতে চলা অধিকাংশ বাস সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে। তবে দুয়েকটি বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে গাবতলীতে বাসযাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার কথা জানান বিআরটিএ চেয়ারম্যান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে বাড়তি ভাড়া ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেন।
বিআরটিএ চেয়ারম্যান জানান, এখনও অনেক পরিবহন ওয়েবিল সিস্টেম চালু রেখেছে। বিআরটিএ রাজধানীর ৯টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাড়তি ভাড়া, ভাড়ার চার্ট, ওয়েবিল বন্ধে কাজ করছে। বাস মালিকরা বিআরটিএকে সহযোগিতা না করলে এসব অনিয়ম বন্ধে কঠোর হওয়ার কথা বলেন তিনি।
আরও পড়ুন: করোনাকালে নির্ঘুম রাত কাটিয়েছেন, সঙ্কট উত্তরণেও আপ্রাণ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: কাদের
বাস পরির্দশন শেষে গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখেন বিআরটিএ চেয়ারম্যান। এ সময় দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ খুব কম বলেও জানান তিনি।
জেডআই/
Leave a reply