ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে যোগ দিলো ইউরোপের দেশগুলো

|

ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। শুক্রবার (১৩ আগস্ট) থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে তারা। খবর ওয়াশিংটন পোস্টের।

ফ্রান্সের দমকল কর্মীদের সাথে যোগ দিয়েছে জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়ার সাড়ে ৩’শর বেশি কর্মী। বিমান থেকে পানি এবং রাসায়নিক ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। ফায়ার সার্ভিস কর্মীর সংখ্যা বাড়িয়েছে ফরাসি সরকারও। বাতাসের তীব্রতা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি এবং স্থাপনা। পুড়ে গেছে প্রায় ১৯ হাজার একর বনভূমি। প্রাণহানি এড়াতে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দাকে। দাবানল ছড়ানোর পেছনে দুষ্কৃতিকারীদের হাত রয়েছে বলে ধারণা প্রশাসনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply