দল ছাড়ার জন্য পিএসজির ৭ জন ফুটবলারকে ‘হুমকি’ দিয়েছেন নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মূলত, গালতিয়েরের পরিকল্পনায় এই ৭ জন খেলোয়াড় না থাকায় দলবদল মৌসুম শেষ হওয়ার আগেই এ সকল খেলোয়াড়দের বিক্রি করতে চায় ক্লাবটি।
আগেই গালতিয়ের জানিয়েছিলেন, তার পরিকল্পনায় ইকার্দি নেই। এবার সেই না চাওয়ার তালিকায় আরও আছেন আন্দেরে হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের ও ইদ্রিজা গেয়ে।
নতুন মৌসুমের জন্য ক্লাবটি দলে ভিড়িয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার একিতিকেকে। রক্ষণভাগ সামলাতে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে দলে নিয়েছে পিএসজি। আরও কিছু খেলোয়াড় দলে টেনে পরিকল্পনা সাজাতে চায় তারা। যার জন্য কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের। তাইতো এই ৭ ফুটবলারকে বিদায় করতে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেয়া হয়েছে।
আরও পড়ুন: কুন্দে ছাড়া নতুন খেলোয়াড়দের নিবন্ধন অবশেষে সম্পন্ন করলো বার্সা
সূত্র: ডেইলি মিরর
জেডআই/
Leave a reply