আসন্ন এশিয়া কাপের দলে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিককে রাখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অধিনায়ক বাবর আজম। একই সাথে বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই তিনি। দলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান পাকিস্তান অধিনায়ক।
বাবর জানিয়েছেন, নেদারল্যান্ডস সফরের পরেই শুরু হবে এশিয়া কাপ। তাই দলে পরিবর্তনের সুযোগ খুবই কম। কোচ ও নির্বাচকদের সাথে আলোচনা করেই সেরা দল বাছাই করা হয়েছে।
বাবরের ভাষ্য, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ আসন্ন এশিয়া কাপে খেলবেন না। তাদের জায়গায় আসিফ আলি, খুশদীল শাহ ও ইফতিখার আহমেদ ভালো করছে। শাদাব খানের ব্যাটিং ফর্মও কাজে লাগবে আমাদের। এতে আমাদের দলে ব্যাটিংয়ের গভীরতাও বাড়বে।
এশিয়া কাপের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা আছে বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমেরও। এ সম্পর্কে বাবর বলেন, দলে ঢোকার দরজা কারও জন্য বন্ধ হয়নি। তবে মোহাম্মদ নওয়াজ বর্তমানে ভালো পারফর্ম করছে। সে আমাদের ম্যাচ জেতাচ্ছে। দলের যখন ইমাদকে প্রয়োজন হবে তখন ডেকে নিবে।
আরও পড়ুন: ইকার্দিসহ ৭ খেলোয়াড়কে দল ছাড়তে ‘হুমকি’ দিলেন পিএসজি কোচ
জেডআই/
Leave a reply