সালমান রুশদির ওপর হামলার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অনলাইনে শেয়ার করা এক বিবৃতিতে এই হামলার প্রশংসা করার পাশাপাশি তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ফতোয়ার কথাও স্মরণ করেন। বলেন, ‘ফতোয়াটি ছিল এমন এক বুলেট ছোড়ার মতো, যা তার লক্ষ্যে আঘাত করা না পর্যন্ত ছুটতেই থাকত।’ খবর নিউইয়র্ক পোস্টের।
হামলাকারী হাদি মাতারের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। এমনকি হামলার প্রশংসা করলেও আয়াতুল্লাহ খামেনিও হামলাকারীর বিষয়ে কিছু বলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাদি মাতারের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি শিয়া চরমপন্থা এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রতি সহানুভূতিশীল।
৩৩ বছর আগে তৎকালীন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি স্যাটানিক ভার্সেস বইয়ে ইসলাম ধর্মকে হেয় করার অভিযোগে রুশদি ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন। বলেছিলেন, কেউ রুশদিকে হত্যা করতে গিয়ে নিহত হলে সে শহীদ; সে জান্নাতে যাবে।
/এমএন
Leave a reply