জেসিআই বাংলাদেশের তৃতীয় সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

|

জেসিআই বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন। জেসিআই ঢাকা ইস্ট শুক্রবার (১২ আগস্ট) প্রথমবারের মতো কক্সবাজার ‘নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট’ এ সফলভাবে তৃতীয় সাধারণ সদস্য সভা আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ২০২২’র লোকাল প্রেসিডেন্ট শেজান আজিম। সভায় বোর্ড অব ডিরেক্টরসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জেনারেল লিগ্যাল কাউন্সেল ইমরান কাদির ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ।

সংগঠনের মিশন ও ভিশন ঘোষণার পর লোকাল অর্গানাইজেশনের সভাপতি সভায় উপস্থিত নতুন সদস্য ও বিশেষ অতিথিদের স্বাগত জানান।

এই সাধারণ সদস্য সভায় সংগঠনের কোরাম প্রতিষ্ঠা থেকে শুরু করে নতুন সদস্যদের পরিচিতি ও ত্রৈমাসিক সম্পাদিত প্রকল্প সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অভিহিত করা হয়।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ ‌বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যারা তাদের সমাজে অর্থবহ প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply