কথা না রেখে ধোঁকা দিয়ে চলে গেছেন প্রেমিক। আর তারই প্রতিশোধ নেয়ার জন্য পত্রিকার একটা পাতার সম্পূর্ণজুড়ে বিজ্ঞাপন দিয়েছেন প্রেমিকা। বিজ্ঞাপনের বড় বড় করে লেখা আছে, ‘নোংরা প্রতারক!’
অস্ট্রেলিয়ার সাপ্তাহিক পত্রিকা ম্যাকে অ্যান্ড হুইটসানডে লাইফ চার নম্বর পাতাতে বিজ্ঞাপন দেন তিনি। প্রেমিকার নাম জেনি।
বিজ্ঞাপনে লেখা ছিল, ‘প্রিয় স্টিভ, আশা করি নতুন প্রেমিকার সাথে খুব ভালো আছো। এবার সারা শহর জানবে কত বড় প্রতারক তুমি! ইতি, জেনি।’ বিজ্ঞাপনের নিচের দিকে ছোট হরফে লেখা আছে, ‘এই বিজ্ঞাপনটাও আমি তোমার ক্রেডিট কার্ডের টাকা খরচ করেই দিয়েছি’।
এই বিজ্ঞাপন শহর জুড়ে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে প্রচুর কৌতূহল তৈরি হয়। পত্রিকার অফিস থেকে জানানো হয়েছে, স্টিভের পরিচয় জানতে চেয়ে অনেক ফোন এসেছে তাদের কাছে। পাঠকদের একটাই প্রশ্ন, কে এই স্টিভ, জেনির-ই বা পরিচয় কী?
/এনএএস
Leave a reply