দিনাজপুরে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

|

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে গাফফার আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চড়ারহাট আন্দোলন নয়াপাড়া গ্রামে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গাফফার আলী ওই গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে।

পরিবারের লোকজন জানায়, গাফফার একজন খড় ব্যবসায়ী। তিনি বিভিন্ন জায়গা থেকে খড় কিনে এনে বিক্রি করে থাকে। প্রতিদিনের মতো গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান গাফফার আলী। তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ বিকেলে প্রতিবেশী এক ব্যক্তি বাঁশঝাড়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃত গাফফার আলীর লাশ পরে থাকতে দেখে নিহতের পরিবারের লোকদের খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে নিহতের লাশ শনাক্ত করে।

গফফার আলীর হত্যার বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। হত্যাকারীর বিচার দাবি করেছে নিহতের স্বজনরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে,এম ওহিদুন্নবী। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply