বিশ্বকাপ মিশনে মেসিরা এখনও রাশিয়া পৌঁছেনি, তবে তার আগেই পৌঁছে গেছে তাদের খাবার। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের খেলোয়াড়দের জন্য তিন টন খাবার পাঠিয়ে দিয়েছে রাশিয়ায়।
মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে পাঠানো হয়েছে এই খাবার। বিশ্বকাপ উপলক্ষ্যে সেখানেই আস্তানা গাড়ছেন মেসিরা। তারা যেন পছন্দের খাবার খেতে পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
আগ্রহ জাগতেই পারে, কী রয়েছে মেসিদের খাবারের তালিকায়? দেশটিতে প্রচলিত প্রায় সব খাবারই নিয়ে এসেছে জাতীয় দল। তালিকায় রয়েছে গরু, শুয়োর, সেদ্ধ করা কনডেনসড দুধ। ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গেছেন প্রধান পাচক। ব্রোনিৎসিতে ফুটবল মাঠ, বিশালাকার সুইমিং পুল ছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন মেসিরা। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply