বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলাকারীর সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি করেন। খবর রয়টার্সের।
নাসের কানানি বলেন, ইরানের দিকে অভিযোগের আঙ্গুল তোলার অধিকার নেই কারও। বরং এ ধরনের হামলার পেছনে স্বয়ং লেখক ও তার সমর্থকদের ভূমিকাই দায়ী। লেখায় কোনো ধর্মের অবমাননা, মত প্রকাশের স্বাধীনতার নমুনা হতে পারে না; এমন মন্তব্যও করেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলার পরপরই বিশ্ব গণমাধ্যম নজর দেয় ইরানের দিকে। সালমানের ওপর হামলার ঘটনায় ইরানের গণমাধ্যম উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে অভিযোগ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেহরানের আচরণের নিন্দাও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস উপন্যাস প্রকাশের পর মহানবীকে অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ইরান।
/এমএন
Leave a reply