চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় ৩ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টা থেকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ফুলবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সীমান্তবাসীর মধ্যে এ সেবার আয়োজন করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন।
মা ও শিশুদের সেবা দিতে ৪ সদস্যের মেডিকেল বোর্ড বসানো হয়। চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল সায়লা চৌধুরীর নেতৃত্বে দুই শতাধিক অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। একই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে ১শ’ দুস্থ ও অসহায় সীমান্তবাসীর মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সীমান্তবাসীর মধ্যে সেবা প্রদান করা হয়। এ জন্য ফুলবাড়ি সীমান্ত এলাকাকে বেছে নেয়া হয়। এতে সেবা সহায়তার আওতায় তিন শতাধিক মানুষ উপকৃত হয়েছে।
ইউএইচ/
Leave a reply