জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের সরকারপ্রধান মুহাম্মদ শাহবাজ শরীফ।
শোক বার্তায় শেহবাজ শরীফ লেখেন- মহামান্য, আমি আপনার শ্রদ্ধেয় বাবা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ উনাকে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সকলকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। এ ঘটনায় আপনার পরিবারের শোকাহত অন্যান্য সদস্যদের প্রতিও আমার সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির স্বাধীনতা আন্দোলনের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় খুনিরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।
/এসএইচ
Leave a reply